ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাকা কলেজে চলছে আন্তর্জাতিক বিজ্ঞান প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

রাজধানীর ঢাকা কলেজে শুরু হয়েছে ৯ম ডিসিএসসি আন্তর্জাতিক বিজ্ঞান প্রদর্শনী। এতে দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানের বিভিন্ন বিষয় প্রদর্শনী করছেন।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ডে এই বিজ্ঞান প্রদর্শনী মেলা শুরু হয়। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

jagonews24

ঢাকা কলেজ সাইন্স ক্লাবের আয়োজনে এবারের প্রদর্শনীতে প্রজেক্ট ডিসপ্লের জন্য নিবন্ধন করেছে ১৫০টি দল। ২৩৪টি ওয়াল ম্যাগাজিন, কুইজ এবং অলিম্পিয়াডের ২৮টি পর্ব মিলিয়ে প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেবেন।

এছাড়াও ১০টি দেশের ১২টি দল এই প্রদর্শনীতে অনলাইনে অংশ নেবেন। সব মিলিয়ে প্রদর্শনীতে অংশ নেওয়া বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন হাজারেও বেশি।

jagonews24

দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন। বিজ্ঞান প্রদর্শনী সম্পর্কে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের চিন্তা এবং নতুন নতুন বিষয়ে তারা যেন আগ্রহী হয়ে ওঠে এজন্য আমাদের এই আয়োজন। আগামীতে বিজ্ঞানের এই প্রদর্শনী আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।

এনএস/এমআরএম/জিকেএস