জাবিতে ধর্ষণকাণ্ডে জড়িতদের শাস্তি দাবিতে মশাল মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে উপাচার্য ভবনের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব চলছে। এটা একদিনে তৈরি হয়নি। একটা নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসে শুরুর দিন থেকেই শারীরিক ও মানসিক টর্চারের মধ্য দিয়ে যেতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই সমস্যার মূলোৎপাটন করতে চায় না, বরং জিইয়ে রাখতে চায়।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, হল থেকে অছাত্রদের বের না করা পর্যন্ত, ধর্ষকদের শাস্তি না হওয়া ও গণরুম উচ্ছেদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মনিকা ইয়াসমিন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবীব, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্না মজুমদার এবং বাংলা বিভাগের শিক্ষার্থী আবু রায়হান কবির রাসেল প্রমুখ।
মিছিলে শিক্ষকদের মধ্যে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক সোহেল আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী ও অধ্যাপক আনিছা পারভীন জলী।
গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশের জঙ্গলে বহিরাগত ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী মো. জাহিদ মিয়া আশুলিয়া থানায় মামলা দায়ের করলে মূল অভিযুক্তসহ চারজনকে আটক করেছে পুলিশ। তবে শাহ পরান ও মুরাদ হোসেন নামে দুজন এখনো পলাতক।
মাহবুব সরদার/এমএইচআর