ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবিতে আন্দোলনকারীদের তোপের মুখে ‘রাফসান দ্য ছোট ভাই’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৩ আগস্ট ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইকে দেখে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে কয়েকজন শিক্ষার্থী তার গাড়িতে বোতল ছুড়ে মারে। এ সময় একজনকে বাঁশের লাঠি দিয়ে গাড়িতে আঘাত দিতে দেখা যায়।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন

ঢাবিতে আন্দোলনকারীদের তোপের মুখে ‘রাফসান দ্য ছোট ভাই’

সরেজমিনে দেখা যায়, একটি প্রাইভেটকারে রাফসান টিএসসির পায়রা চত্বরে প্রবেশ করে। গাড়ি থেকে বের হলেই কয়েকজন তাকে দেখে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকে। পরে রাফসান ওই শিক্ষার্থীদের কাছে গিয়ে কিছু বলার চেষ্টা করে। শিক্ষার্থীরা তার কথা না শুনেই ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে।

আরও বেশ কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে আসলে সে গাড়িতে উঠে স্থান ত্যাগ করতে চায়। পরে সে গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় তার গাড়িতে আঘাত ও বোতল নিক্ষেপের ঘটনা ঘটে।

এনএস/এমআরএম/এএসএম