ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

সিওয়াইবি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শেকৃবি | প্রকাশিত: ০৮:১১ পিএম, ১২ জানুয়ারি ২০২৫

ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষার্থী কাজী নাফিস সোয়াদকে সভাপতি এবং কৃষি অনুষদের ওয়ালিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৩০ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবির সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাজিয়া সৃষ্টি, যুগ্ম-সাধারণ সম্পাদক তুষার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফাহিম ফয়সাল, দপ্তর সম্পাদক জুবায়ের রহমান, অর্থ সম্পাদক মাকতুম আল মুমিত, প্রচার সম্পাদক তানভীর মাহদী, মিডিয়া সম্পাদক সাইদ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাসমিয়া মামুন মারিয়া, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মামুন রানা, আইন সম্পাদক এস এন নাহীদ হুসাইন, কার্যনির্বাহী সদস্য মো. মাহফুজুর রহমান, মাহমুদুর রহমান তূর্য, হাসানুর রহমান, তাহেরা আলীম, হালিমাতুস সামিয়া, মোহাম্মদ ওমর ফারুক এবং আবু সাইদ ইশতিয়াক।

সহযোগী সদস্য হিসেবে কমিটিতে আছেন শেখ রায়হান মাহমুদ, মোহাম্মদ সাইদ ইসলাম, মোহাম্মদ সৌরভ খান, মোহাম্মদ খালিদ হাসান, মো. রাতুল হাসান রুম্মান, মো. সাদ ইবনে মাহবুব, মোছা. নাহিদা আক্তার, মরিয়ম আক্তার রুকু, এসএম সহেলী উদ্দিন, আশফিয়া বিনতে সিদ্দিক এবং পরশ।

বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

সাইদ আহম্মদ/এএমএ/জেআইএম