নিজ হাতে ক্যাম্পাস পরিষ্কার করলেন নোবিপ্রবি উপাচার্য

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এসময় নিজ হাতে আর্বজনা পরিষ্কার করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানে ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থী ও ক্যাম্পাসে আসা সবাইকে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থানে ময়লা- আবর্জনা ফেললে আমাদের ক্যাম্পাস আরও সুন্দর থাকবে। দেখতেও সবার কাছে ভালো লাগবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
বিজ্ঞাপন
এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক ও চলো পাল্টাই ফাউন্ডেশন।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম
বিজ্ঞাপন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ অনার্স-মাস্টার্সে প্রথম হয়েও চাকরির ভাইভাতে ডাক পেলেন না আজমল
- ২ মেডিকেলে ‘নাপা সেন্টার’ ব্যানার টাঙিয়ে দিলেন শিক্ষার্থীরা
- ৩ সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলতে চাই: ঢাবি উপাচার্য
- ৪ তিন ঘণ্টা দেরি, চবিতে চান্স পেয়েও ভর্তি বাতিল শিক্ষার্থীর
- ৫ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার