দামুড়হুদায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের একটি কামারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৯) এবং একই এলাকার সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাহিদ ও সুইট মোটরসাইকেলযোগে রঘুনাথপুর থেকে বাস্তপুরের দিকে যাচ্ছিলেন। পথে তারা বাস্তপুর এলাকার কামারের দোকানের সামনে পৌঁছালে, দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের টলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে স্থানীয়দের খবরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির জানান, ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারান। তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
হুসাইন মালিক/এমএএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান