ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতে অনুপ্রবেশ

বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ১৪

উপজেলা প্রতিনিধি | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ১১:২৪ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৪ বাংলাদেশিকে আটক বিজিবি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা দেশের নড়াইল ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের টহল দলের বিজিবি সদস্যরা শিশুসহ ১৪ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/এফএ/জেআইএম