ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু জবাই করে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লংমার্চ, সমাবেশ ও সামাজিক জেয়াফত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল থেকে লংমার্চ বের হয়ে পাইলিং মোড়ে আমবাগানে সমাবেশে মিলিত হয়। পরে গরু জবাই করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

এরআগে লংমার্চে যোগ দিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাতটি বাসে প্রায় ৫০০ ছাত্র-জনতা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাজশাহী হয়ে তারা শিবগঞ্জ মডেল হাইস্কুলে উপস্থিত হন। পরে সকাল থেকেই গরু জবাই করে চলে রান্নার কাজ। দুপুর ২টার দিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্তের কাছাকাছি গিয়ে প্রতিবাদ জানিয়ে জবাই করা হয় আরেকটি গরু।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু জবাই করে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ

লংমার্চে অংশ নেওয়া আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান বলেন, ‘ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ ও মুসলমানদের নিপীড়িত করে। তার প্রতিবাদেই আমাদের এই জিয়াফত কার্যক্রম।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ, আম জনতার নেতা মাসুদ জাকারিয়া, শহিদুল হক মিন্টু, অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান, হেফাজতে ইসলামের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, প্রচার সম্পাদক নাইমুল হাসান ও চাঁপাইনবাবগঞ্জ শাখা সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ ইসহাক প্রমুখ।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস