ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে অবৈধ ৪ ইটভাটা বন্ধ করে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের চারটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে মালিকদের সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আদালত পরিচালনা করেন।

মেহেরপুরে অবৈধ ৪ ইটভাটা বন্ধ করে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুরে শতাধিক ইটভাটায় ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে অভিযান শুরু হয়। অভিযানে শুকুরকান্দি গ্রামের জনতা, রুপসা ও থ্রি স্টার ইটভাটা থেকে এক লাখ করে এবং সমতা ইটভাটা থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় আদায় করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সোমবার অভিযান শুরুর দিনে গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের তিনটি ইটভাটা বন্ধ করে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে একই ভ্রাম্যমাণ আদালত।

আসিফ ইকবাল/এফএ/এমএস