ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রকাশিত: ০২:৩৭ এএম, ২১ মে ২০১৬

শৈলকুপার ১২নং নিত্যানন্দপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের সমর্থকদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ প্রার্থী মফিজুল ইসলামের সমর্থকরা। শুক্রবার রাতে বাগুটিয়া বাজারে এ হামলা চালিয়ে ওই প্রার্থীর ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর ও লুট-পাট করা হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন জানান, ক্ষমতাসীন দলের প্রার্থী মফিজুল ইসলামের সমর্থকরা তার উপর হামলা চালিয়ে ভাঙচুর করেছে। প্রতিপক্ষের উপর এমন হামলাসহ ব্যানার, পোস্টার ও মহড়া দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করছেন।

তবে আওয়ামী লীগ প্রার্থী মফিজুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য মিথ্যা অভিযোগ করছে তার প্রতিপক্ষরা।

এ বিষয়ে শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেছেন, ১টি দোকানে ভাঙচুর হয়েছে তবে সেখানকার নির্বাচনী পরিবেশ ভালো আছে, পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

আরও পড়ুন