সড়ক দুর্ঘটনায় আহত ১৫
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করটিয়া বাইপাস নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. কফিল উদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে কমপক্ষে ১৫ জন আহত হন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। টাঙ্গাইল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
তিনি আরো জানান, যান চলাচল স্বাভাবিক রয়েছে, বাস ও পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ২ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৩ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৪ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান
- ৫ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান