ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, টেঁটার আঘাতে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিয়েবাড়িতে সংঘর্ষের মাঝে পড়ে ময়না (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ময়না ওই এলাকার ফারুক মিয়ার মেয়ে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, আতকাপাড়ায় হানিফ মিয়ার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। সেখানে গানবাজনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাশের বাড়ির শিশু ময়না ঝগড়া দেখতে গিয়ে টেঁটার আঘাতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা রয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান