ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মম টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড : বিদেশিসহ নিহত ৩

প্রকাশিত: ০৬:৪০ এএম, ২১ মে ২০১৬

নরসিংদী মম টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক পাকিস্তানি নাগরিকসহ ৩ জন নিহত হয়েছনি। আহত হয়েছেন অন্তত ৮ জন। শনিবার সকাল ৭ টায় সদর উপজেলার শিলমান্দীতে পাকিজা গ্রুপের মম টেক্সটাইলের ক্যামিকেলের গোডাউনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কারখানার প্রসেসিং ইউনিটের টেকনিশিয়ান পাকিস্তানের করাচির আশিক আলী (৪০) এবং কারখানার দুই ডিজাইনার চুয়াডাঙ্গার রমজান মিয়া (৪০) ও মজিবুর মিয়া (৩৫)।

ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা যায়, মম টেক্সের প্রশাসনিক ভবনের নিচতলায় ক্যামিকেলের গোডাউন। সকাল ৭টার দিকে হঠাৎ করে গোডাউনে আগুন লাগে। কিছু বোঝার আগেই আগুনের লেলিহান শিখা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। এতে ৭ তলা ভবনের উপরে ধোঁয়া ছড়িয়ে পড়লে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি টের পায়। কিন্তু বের হওয়ার অন্য কোনো পথ না থাকায় তারা উপরে আটকে পড়ে।

fair

খবর পেয়ে নরসিংদী, মাধবদী ও পলাশ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ঢাকা থেকে আরও ৩টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ৩০ জন কর্মী প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল কর্মীরা ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১১ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসকরা প্রসেসিং ইউনিটের টেকনিশয়িান পাকিস্তানের আশিক আলী ও ডিজাইনার রমজান মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে জেলা হাসপাতালের চিকিৎসকরা ডিজাইনার সেলিম মিয়াকে মৃত ঘোষণা করে। বাকীদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মম টেক্সের কারখানায় একাধিক ইউনিট রয়েছে। ইউনিট-১ এর নিচতলায় ক্যামিকেলের গোডাউন, উপরে প্রশাসনিক অফিস। আগুনে নিচের সকল ক্যামিকেল পুড়ে গেছে। দমকল কর্মীরা পানি দিয়ে আগুন নেভাচ্ছনি। এতে ক্যামিকেল পুরো নিচতলা থেকে রাস্তায়ও ছড়িয়ে পড়েছে।

fair

কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) আর টি ইয়াদব বলেন, সকাল ৬ টায় কারখানার শিফট পরিবর্তন হয়। এতে এক দল শ্রমিক কারখানায় বেরিয়ে যায় আরেক দল প্রবেশ করে। হঠাৎ করেই নিচ তলায় আগুন দেখতে পায় শ্রমিকরা। কিন্তু আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, উপরে অবস্থান করা কর্মকর্তা-কর্মচারীরা বের হতে পারেনি। উল্টো যারা বের হওয়ার চেষ্টা করেছে তারা ক্যামিকেলের গ্যাস ও ধোঁয়ায় অসুস্থ হয়েছে। এদের মধ্যে একজন বিদেশি টেকনিশিয়ানসহ ৩ জন মারা গেছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা, ক্যামিকেল বিকিরণ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অন্য কোনো কারণ থেকে এই দুর্ঘটনা ঘটলে তা তদন্তে বেরিয়ে আসবে। আগুন নেভাতে গিয়ে আহত দমকল কর্মী মাজহারুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

fair

নরসিংদী সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মম টেক্সের মহা-ব্যবস্থাপক বুলবুল আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত বিদেশি নাগরিকের মরদেহ ময়নাতদন্ত শেষে হিমঘরে রাখা হয়েছে। দূতাবাসের মাধ্যমে তাকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নিহতদের স্বজনদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হবে।

সঞ্জিত সাহা/এসএস/এমএস

আরও পড়ুন