শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি
শরীয়তপুরের নড়িয়ায় মাহিন্দ্র চাপায় মাসুম শিকদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ডিঙামানিক শিমুলতলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম শিকদার ডিঙামানিক ইউনিয়নের সালধ গ্রামের শাহজাহান শিকদারের ছেলে। শাহজাহান শিকদার ডিঙামানিক ইউপির ২ নং ওয়ার্ডের মেম্বার।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে মাসুম শিমুলতলা ব্রিজে দাঁড়ালে গোলারবাজারমুখী একটি দ্রুতগতির মাহিন্দ্র তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ছগির হোসেন/এসএস/আরআইপি