লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। শনিবার দুপুর ২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই প্রতিবাদ সমাবেশে লালমনিরহাট জেলা কমান্ডার মেজবা উদ্দিন আহমেদসহ উপজেলার ১২ ইউনিয়নের শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেয়।
হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গং এর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে বক্তারা বলেন, সিরাজুল ইসলামসহ ২/১ জন মুক্তিযোদ্ধার বিভিন্ন অনিয়ম নিয়ে সোচ্চার হওয়ায় তারা উপজেলা কমান্ডারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা উপজেলা কমান্ডার ফজলুল হকের বিরুদ্ধে সম্প্রতি এক মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছে।
প্রতিবাদ সমাবেশে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ শহির উদ্দিন, খাজের আলী, উপজেলা কমান্ডার ফজলুল হক, ডিপুটি কমান্ডার আ. জব্বারসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডাররা উপস্থিত ছিলেন।
রবিউল হাসান/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক পৌর মেয়র মাহফুজুল হক
- ২ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ৩ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৪ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৫ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ