ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচিতে ‘জয় বাংলা’ স্লোগান ও ‘শেখ হাসিনা ফিরে আসবে’ বলায় লিমন সেখ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার দৌলতপুর উত্তরপাড়া (নাড়ামুড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

লিমন সেখ নাড়ামুড়ি গ্রামের মাহিদুল ইসলামের ছেলে ও দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের সামনে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ভিডিও করছিলেন। পরে ছাত্রদলের নেতারা জানতে পেরে দ্রুত স্কুল মাঠে গিয়ে লিমনকে বেধড়ক মারধর করে। পরে পুলিশের হাতে সোপর্দ করে। এসময় স্লোগান দেওয়া আরও কয়েকজন দৌড়ে পালিয়ে গেছে।

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করেন দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল সরকার রকি। তিনি জাগো নিউজকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮-১০ জন স্কুলের সামনে দাঁড়িয়ে জয় বাংলা ও শেখ হাসিনা ফিরে আসবে বলে স্লোগান দেয়। সেই স্লোগানের ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্টোরিতে পোস্ট করে। এরপর আমরা বেশ কয়েকজন ঘটনাস্থলে গেলে তারা ছোটাছুটি শুরু করে। পরে ছাত্রলীগ নেতা লিমনকে ধরার পর পুলিশের কাছে সোপর্দ করেছি।’

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জাগো নিউজকে জানান, ‘জয় বাংলা স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে কয়েকজন ছাত্রদলের নেতা থানায় সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।’

এম এ মালেক/এফএ/জিকেএস