ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জ থানায় জব্দ করা গাড়িতে আগুন

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জ সদর থানায় পরিত্যক্ত একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে সিরাজগঞ্জ সদর থানার ভেতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, থানার ভেতরের এক কর্নারে রাখা পরিত্যক্ত মাইক্রো গাড়িতে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত অংশ থেকে আগুন লেগেছিল।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম জাগো নিউজকে বলেন, থানায় জব্দ করে রাখা পরিত্যক্ত গাড়িতে আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।

তবে তদন্ত ছাড়া আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না বলে জানান তিনি।

এম এ মালেক/জেডএইচ/এএসএম