আটোয়ারীতে পরিত্যক্ত গ্রেনেডসদৃশ বিস্ফোরক উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডসদৃশ একটি বিস্ফোরক পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ-তোড়িয়া বাজার সড়কের নিতুপাড়া সেতুর নিচ থেকে বিস্ফোরকটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই সেতুর নিচের জমিতে কৃষকরা সেচ দেওয়ার জন্য গর্ত করছিলেন। এ সময় মরিচা ধরা লোহার একটি বস্তু দেখতে পান। পরে বস্তুটি গ্রেনেড মনে করে পুলিশে খবর দেয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার জুয়েল বলেন, এটি গ্রেনেড নয়। তবে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত বিস্ফোরকদ্রব্য হতে পারে। সেটি বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। থানায় সাধারণ ডায়েরি হয়েছে।।
সফিকুল আলম/এএইচ/এএসএম