ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশ একবার স্বাধীন হয়, আমরা কতবার স্বাধীন হবো: জামায়াত আমির

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে কোনো দেশ একবার স্বাধীন হয়। আমরা কতবার স্বাধীন হবো আল্লাহ ভাল জানেন। ৪৭-এ স্বাধীন হলাম, ৭১-এ স্বাধীন হলাম, ২৪-এ এসে আবার স্বাধীনতার কথা বলছি। এসবের পেছনে রয়েছে অনেক রক্ত, অনেক জীবন ও অনেক ত্যাগ। তা হলে কেন জাতী বারবার রাস্তা হারাচ্ছে?

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহানগর জামায়াত আয়োজিত এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, এদেশের মানুষ মনেপ্রাণে দেশকে ভালবাসে। তাদের আবেগকে সস্তায় পুঁজি করে যারা বার বার ক্ষমতায় যান, তারা বার বার মানুষকে ধোকা দেন। তারা ভাল না। এ জায়গাটা ভাল না হওয়া পর্যন্ত দেশ ভাল হবে না।

দেশ একবার স্বাধীন হয়, আমরা কতবার স্বাধীন হবো: জামায়াত আমির

তিনি আরও বলেন, ভাল মানুষ তৈরি হওয়া পর্যন্ত ভাল আদর্শ বুকে লালন করতে হয়। সবচেয়ে ভাল আদর্শ হলো কুরআনের আদর্শ। আমরা আর কপাল পড়া থাকতে চাই না। আমরা আল্লাহ তায়ালার এ বিধানকে বুকে জড়িয়ে ধরে দল, ধর্ম-জাতি নির্বিশেষে দেশকে এগিয়ে নিতে চাই। সবার প্রতি এ আহ্বান রইল।

এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির মুসলেহ উদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমান, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত, কুমিল্লা মহানগর জামায়াত নেতা নাসির উদ্দিন মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম