বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বড় ভাই মো. সিদ্দিক হোসেনের (৬৫) মৃত্যুর খবর শুনে মারা গেছেন তার ছোট বোন ফিরোজা বেগম (৬২)।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে একসঙ্গে তাদের দু’জনের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এর আগে শনিবার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তারা উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পশ্চিমপাড়া গ্রামের মরহুম মীর হোসেনের সন্তান। ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন সিদ্দিক হোসেন। তাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান। মরদেহ বাড়িতে আনার পর ভাইয়ের মৃত্যুর খবর দেওয়া হয় ছোট বোন ফিরোজা বেগমকে। এর কিছু সময় পর তিনিও মারা যান।
সিদ্দিক হোসেনের ছেলে আবু রোমান আশিক বলেন, বাবা মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে মারা গেছেন। তার মৃত্যুর খবর শোনার কিছু সময় পর ফুপুও (ফিরোজা বেগম) মারা যান।
হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বোন আগে থেকেই অসুস্থ ছিল। ভাই মারা গেছে রাত ১টার দিকে আর বোন মারা গেছে আড়াইটার দিকে।
এসকে রাসেল/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ার স্মৃতিবিজড়িত বাড়িতে সাজ সাজ রব, উজ্জীবিত নেতাকর্মীরা
- ২ ঝালকাঠিতে অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেফতার সাবেক মেয়র
- ৩ ঈশ্বরদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
- ৪ স্যান্ডেলের সূত্র ধরে পুকুর থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
- ৫ নূরের আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা হাসান মামুন