ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দাগনভূঞায় বিএনপি প্রার্থীকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৯:১০ এএম, ২২ মে ২০১৬

ফেনীর দাগনভূঞার মাতুভুঁইয়া ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী নাছির উদ্দিনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর দেড়টার দিকে গণসংযোগকালে তার উপর হামলা চালানো হয়। হামলায় প্রার্থীসহ আটজন আহত হয়েছেন।

বিএনপি প্রার্থী নাছির উদ্দিনের বড় ভাই সালাউদ্দিন জানান, ইতিমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রার্থীর বাড়িতে রাত-দিন দফায় দফায় বোমা হামলাসহ হুমকি-ধমকি দিচ্ছেন সরকার দলীয় সমর্থকরা।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জহিরুল হক মিলু/এআরএ/এবিএস