ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্যুৎ সংযোগের নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৪:১৪ এএম, ২৩ মে ২০১৬

শরীয়তপুরের গোসাইরহাটে পল্লী বিদ্যুতের মিটার সংযোগের কথা বলে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে স্থানীয় ইলেকট্রিশিয়ান মো. জাকির মল্লিকের নামে।

পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার গোসাইরহাট উপজেলার তিনটি গ্রামে পল্লী বিদ্যুতের মিটার সংযোগের কথা বলে ৩১৬টি পরিবারের কাছ থেকে ২৫০০ টাকা করে নিয়েছে ইলেকট্রিশিয়ান মো. জাকির মল্লিক। অথচ পল্লী বিদ্যুতের প্রতি মিটার সংযোগে সরকারি ফি ৬৫০ টাকা।

পরবর্তীতে পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেল জাকিরের সঙ্গে অফিসের কোনো সংযোগ নেই। এ কথা গ্রামবাসী জানার পর ডামুড্যা ও গোসাইরহাট পল্লী বিদ্যুতের জোনাল অফিসে লিখিত একটি অভিযোগ করেন। এ ঘটনার পর ইলেকট্রিশিয়ান জাকির মল্লিক মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে বেড়াচ্ছেন।

এ ব্যাপারে উকিল পাড়া গ্রামের আক্তার মাস্টার, বাদল উকিল, আব্দুর রশিদ উকিল ও আবুল হোসেন বলেন, রশিদ সরদার পাড়া গ্রামের মানু মল্লিকের ছেলে ইলেকট্রিশিয়ান মো. জাকির মল্লিক আমাদের গ্রামে মিটার দেয়ার কথা বলে ২৫০০টাকা করে নিয়েছে। কিন্তু মিটার সংযোগ না পেয়ে আমরা ডামুড্যা ও গোসাইরহাট পল্লী বিদ্যুতের জোনাল অফিসে যায়। গিয়ে শুনি জাকিরের সঙ্গে অফিসের কোনো লেনদেন নেই। তাৎক্ষণিক আমরা জোনাল অফিসে একটি লিখিত অভিযোগ করি।

এ ব্যাপারে ডামুড্যা ও গোসাইরহাট পল্লী বিদ্যুতের জোনাল অফিসের মোকলেছুর রহমান বলেন, জাকির মল্লিকের সঙ্গে আমাদের কোনো সংযোগ নেই। এ ব্যাপারে আমাদের অফিসে লিখিত অভিযোগ দিয়েছে গ্রামবাসী। আমরা তদন্তর জন্য এজিএম আব্দুল মালেককে দায়িত্ব দিয়েছি। ঘটনার সত্যতা পেলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

ছগির হোসেন/এসএস/এমএস

আরও পড়ুন