ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অটোরিকশার ধাক্কায় দুই শিশু নিহত

প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৩ মে ২০১৬

নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত দুই শিশু মারা গেছে। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো, সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কামারপাড়ার ললিত চন্দ্রের ছেলে ধীমান (৫) ও অশ্বিনী চন্দ্র রায়ের মেয়ে বীথি রানী (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার সন্ধ্যায় বাড়ির সঙ্গে লাগোয়া ঠেলাপীর-হাজারীহাট পাকা সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত দুই শিশুকে প্রথমে সৈয়দপুর ১শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আজ ভোরে তাদের মৃত্যু হয়।
 
কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল চৌধূরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জাগো নিউজকে জানান, অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

জাহেদুল ইসলাম/এফএ/আরআইপি