ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটের আগে ভাই ভাই ভোটের পরে খবর নাই

প্রকাশিত: ১২:২২ পিএম, ২৩ মে ২০১৬

‘ভোটের আগে ভাই ভাই, ভোটের পরে খবর নাই’। টাঙ্গাইলের সখীপুরে ভোটারদের মুখে এমন মন্তব্য এখন হর হামেশাই শোনা যাচ্ছে। তাদের ভাষ্যমতে, প্রতিবার ভোট আসলেই তাদের কদর অনেক বেড়ে যায়, কিন্তু ভোটের পর আর কেউ মনে রাখে না।

এদিকে সখীপুর উপজেলার ইউপি নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই জমে উঠছে। ২৮ মে উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গোটা নির্বাচনী এলাকা এখন রীতিমতো ভোট জ্বরে কাপছে।

চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের গণসংযোগ চোখে পড়ার মতো। লিফলেট বিতরণ, পোস্টার সাঁটানো,পথসভা ও ভোটারদের বুকে টেনে নেওয়াসহ প্রচারণায় ভিন্নমাত্রা যোগ হচ্ছে। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের ঝিমিয়ে পড়া নেতা-কর্মীরাও এখন তৎপর হয়ে উঠেছেন।

প্রার্থীরাও দিনে প্রচারণা শেষে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে উঠান বৈঠক করছেন এবং পরের দিনের কর্মসূচি নির্ধারণ করছেন। প্রার্থীদের পাশাপাশি তাদের-কর্মী সমর্থকদের দম ফেলার ফুসরত নেই, নেই চোখে ঘুম।
 
সখীপুরে ইউপি নির্বাচনকে ঘিরে এখানে যেনো ‘বিয়ে বাড়ির আমেজ’। এই আমেজকে বিয়ে বাড়ির সঙ্গে তুলনা করছেন খোদ বিভিন্ন প্রার্থীর নেতা-কর্মীরাই। নানা ছন্দ ও স্লোগানে চলছে প্রচারণা। প্রতিটি স্লোনের সঙ্গে উচ্চারিত হচ্ছে প্রতীক ও প্রার্থীর নাম।

অপরদিকে অনেক ভোটার রসিকতা করে বলছেন, ‘ভোটের আগে ভাই ভাই ভোটের পরে খবর নাই’।

আরিফ উর রহমান টসর/এফএ/পিআর