ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জুলাই গণঅভ্যুত্থান

গুলিবিদ্ধ সামাকে দাফন, খাটিয়া কাঁধে নিলেন হাসনাত আব্দুল্লাহ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০৫ মার্চ ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ আব্দুস সামাদের মরদেহ দাফন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গুলিবিদ্ধ সামাকে দাফন, খাটিয়া কাঁধে নিলেন হাসনাত আব্দুল্লাহ

আব্দুস সামাদের জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এসময় আব্দুস সামাদের খাটিয়া কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যেতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে।

জানাজার আগে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশের উন্নয়নের জন্য গুলির সামনে তারা বুক পেতে দিয়েছিলেন, তাদের সন্তানের একটা ভালো ভবিষ্যতের জন্য। এটাকে গড়ার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে। এটা একজন দুজনের কাজ নয়। যে যেই ব্যানারেরই হোক না কেন, যে মতাদর্শের লোকই হোক না কেন, দিনশেষে আমরা সবাই দেশকে ভালোবাসি। এই যে সামাদ ভাই দেবিদ্বারকে ধারণ করে রাস্তায় নেমে এসেছিলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাদ ভাইদের স্বপ্ন, একটা ফ্যাসিবাদমুক্ত একটা সুন্দর দেবিদ্বার গড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘নিহত সামাদ ভাইয়ের পরিবারের দায়িত্ব আমরা নিচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পরিবারের যেসব সুযোগ-সুবিধা দরকার তা নিশ্চিত করবো। শহীদ পরিবারের জন্য যে ফান্ড গঠন করা হয়েছে...জুলাই ফাউন্ডেশন। সেটি থেকে তাদের যে প্রাপ্য রয়েছে সেগুলো নিশ্চিত করতে প্রয়োজনীয় সব করা হবে।’

গুলিবিদ্ধ সামাকে দাফন, খাটিয়া কাঁধে নিলেন হাসনাত আব্দুল্লাহ

এসময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সি, উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান, ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছসহ রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতবছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন থানা ঘেরাওকালে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। এরপর থেকে সাত মাস হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

শহীদ আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের আছমত আলীর ছেলে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস