ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিশু মৃত্যুর ঘটনায় ইউপি সদস্য আটক, থানা ঘেরাও

প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৩ মে ২০১৬

দিনাজপুরের খানসামা উপজেলায় চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ঘেরাওয়ের অভিযোগে মো. শাহাজাহান পাটোয়ারী (৩৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। পরে ওই ইউপি সদস্যকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে রাখে বিক্ষুদ্ধ জনতা।

শাহাজাহান পাটোয়ারী উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকের হাট গ্রামের বাসিন্দা এবং একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য। সোমবার রাত ৮টায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এরআগে সোমবার সকালে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভাণ্ডারদহ গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে লুহিন পানিতে ডুবে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু লুহিনের বাবা অভিযোগ করেন, হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসক পাননি। অনেক্ষণ পরে চিকিৎসক আসেন। ফলে তার ছেলে মারা যায়। পরে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবরোধ করে স্থানীয় জনতা।

এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. কামাল হোসেনের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য শাহাজাহান পাটোয়ারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

শাহাজাহান পাটোয়ারীকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষুদ্ধ জনতা রাত ৮টায় পাকের হাট এলাকায় জাকির হোসেন মার্কেটে ডা. কামাল হোসেনের চেম্বার ভাঙচুর করে। এরপর তারা খানসামা থানা ঘেরাও করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১০টা) থানা ঘেরাও করেছিলেন স্থানীয় জনতা।

খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার সরকার জানান, চিকিৎসকদের অভিযোগের প্রেক্ষিতেই ইউপি সদস্য মো. শাহাজাহান পাটোয়ারীকে আটক করা হয়েছে। স্থানীয় জনতা তার মুক্তির দাবিতে থানায় অবস্থান করছেন।

এমদাদুল হক মিলন/বিএ

আরও পড়ুন