ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মামলা করেও বিচার পেলাম না

প্রকাশিত: ০২:৪৭ এএম, ২৪ মে ২০১৬

‘এভাবে কষ্ট করে কেউ বেঁচে থাকতে পারে না। দুই হাত হারিয়ে কর্ম করার শক্তি হারিয়ে ফেললাম। মামলায়ও বিচার পেলাম না। সন্তানদের কথা চিন্তা করে আজও বেঁচে আছি।’

এভাবেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবদুল আজিজ (৪২) জানালেন তার জীবনের নির্মম পরিহাসের কথা।

বড় ছেলে বারাক আলী জানান, গত ২১ মে রাতে তার বাবা কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে ফিরছিলেন। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী তার ওপর আক্রমণ করে এলোপাতাড়িভাবে কোপায়।

তিনি আরো জানান, ২০০০ সালের ৩১ ডিসেম্বর উপজেলার সিংগী বাজারে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তার দুই হাত কেটে দেয়। পুলিশকে এক সন্ত্রাসীর ব্যাপারে তথ্য দেয়ার কারণে অন্য সন্ত্রাসীরা তার ওপর এ হামলা চালায়। কিন্তু ২০০৩ সালে রাজনৈতিক বিবেচনায় হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করে মামলাটি প্রত্যাহার করা হয়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন  বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর

আরও পড়ুন