মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার ৪
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে মাগুরা থানায় মামলাটি করেন নির্যাতিতার মা।
মামলায় ওই শিশুর বোনের শ্বশুর হিঠু শেখ, বোন জামাই সজিব শেখ, দেবর রাসুল শেখ ও শাশুড়ি জায়েদা খাতুনকে অভিযুক্ত করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, দুপুরে নির্যাতিতার মা মামলা করলে তা আমলে নেয় পুলিশ। এছাড়া এরইমধ্যে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বোনের বাড়ি বেড়াতে গিয়ে বৃহস্পতিবার (৬ মার্চ) ধর্ষণের শিকার হন ৮ বছরের শিশুটি। অজ্ঞান অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।
মিলন রহমান/জেডএইচ/এএসএম