মা হতে গিয়ে মারা গেলো মা হাতি, বাঁচলো না শাবকটিও
ফাইল ছবি
রাঙ্গামাটির রাজস্থলীতে শাবক প্রসবের সময় একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। একইসঙ্গে মারা গেছে শাবকটিও।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতংপাড়া এলাকা থেকে হাতি দুটির মরদেহ উদ্ধার করে বন বিভাগ।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক সপ্তাহ ধরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গহিন বনের হাজীপাড়া, তংবসিপাড়া, নোয়াপাড়া ও কাইথাকপাড়া এলাকায় এক দল বন্যহাতি বিচরণ করছিল। ধারণা করা হচ্ছে, দুদিন আগে কাইথাকপাড়া এলাকায় প্রসবকালে শাবকসহ মারা যায় হাতিটি।
গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিমং মারমা বলেন, সকালে বনের মধ্যে মৃত অবস্থায় মা হাতি ও শাবকটিকে পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়। পরে বন বিভাগের কর্মীরা এসে মা হাতি ও শাবকটির মরদেহ উদ্ধার করেন।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসক চিরঞ্জিত চাকমা বলেন, হাতিটি প্রসব জটিলতায় মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মা হাতিটির বয়স ২০ বছরের ওপরে হতে পারে। ওজন তিন টন, দৈর্ঘ্য ১২ ফুট। দুদিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, প্রসবকালে শাবকটির দেহের অর্ধেক আটকে যায়। এসময় মা হাতি ও শাবকের মৃত্যু হয়েছে। বন বিভাগ মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান