ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে দুই ইটভাটা বন্ধ, ৯ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১১ মার্চ ২০২৫

মেহেরপুরে দুটি ইটভাটা বন্ধের নির্দেশ ও ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ মার্চ) সারাদিন পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এসময় জহুরুল ব্রিকস ও এসবিআর ব্রিকস নামে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মালিকদের ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি গাজী মুয়ীদুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোজাফফর হোসেন খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুর জেলার শতাধিক ইটভাটায় ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে দুটি ভাটা বন্ধ ও জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে আসছিল ভাটা দুটি।

আসিফ ইকবাল/জেডএইচ/জেআইএম