লক্ষ্মীপুরে দুই সহোদর গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরে মো. ইসমাইল হোসেন চৌধুরী ও ইব্রাহীম হোসেন রতন নামে দুই ভাইকে গুলি করেছে সন্ত্রাসীরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বশিকপুর গ্রামের বৈদ্দের বাড়ির মোড় এলাকায় তাদের গুলি করা হয়।
গুলিবিদ্ধ দুই ভাই পূর্ব বশিকপুর গ্রামের মুন্সি বাড়ির শরিফ উদ্দিনের ছেলে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বলেন, গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হচ্ছে।
কাজল কায়েস/এসএস/এবিএস