ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ দুই সহোদরের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৯ এএম, ২৫ মে ২০১৬

লক্ষ্মীপুরে মো. ইসমাইল হোসেন চৌধুরী ও ইব্রাহীম হোসেন রতন নামে গুলিবিদ্ধ দুই সহোদর মারা গেছেন। বুধবার দুপুর পৌনে ১টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বশিকপুর গ্রামের বৈদ্দের বাড়ির মোড় এলাকায় তাদের গুলি করে সন্ত্রাসীরা।



গুলিবিদ্ধ দুই ভাই পূর্ব বশিকপুর গ্রামের মুন্সি বাড়ির শরিফ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন।

কাজল কায়েস/এসএস/পিআর

আরও পড়ুন