ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মদনে সেপটিক ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৭:৫১ এএম, ২৫ মে ২০১৬

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে জয়নাল মিয়া (২৫) এবং একই উপজেলার আশুয়ারা গ্রামের লতু মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের বুলবুল মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জয়নাল মিয়া  ও সোহাগ মিয়া (৩০) মারা যায়।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. শরীফ উদ্দিন জাগো নিউজকে জানান, শ্রমিকদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। ট্যাংকে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে শ্রমিকদের মৃত্যু হয়েছে।

মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান শ্রমিকদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

কামাল হোসাইন/এসএস/এবিএস

আরও পড়ুন