মিক্সার মেশিনের নিচে পড়ে ছিল নিখোঁজ শিশুর মরদেহ
নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে মিক্সার মেশিনের নিচ থেকে নিখোঁজ এক শিশুর (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৪টার দিকে নাটোর-বগুড়া হাইওয়ের ভবানীগঞ্জ মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম গোলাম মোস্তফা। সে ভবানীগঞ্জ মোড় এলাকার রিপন হোসেনের ছেলে।
রিপন হোসেন জানান, দুপুর ১টার দিকে শিশু গোলাম মোস্তফাকে দেখতে না পেয়ে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল ৪টার দিকে স্থানীয়রা শিশুটিকে রাস্তা নির্মাণের জন্য রাখা মিক্সার মেশিনের হপারের নিচে গলা ও মাথা প্যাচানো অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহবুবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায়, ছেলেটি খেলার ছলে মিক্সার মেশিনের নিচ দিয়ে মাথা ঢুকিয়ে চাপ খেয়ে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রেজাউল করিম রেজা/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার