স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন ফ্রিজ
মালয়েশিয়া প্রবাসী আজগার আলী। যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) লক্ষণপুর বাজার শাখায় স্ত্রী রীমা খাতুনের অ্যাকাউন্টে ৩৪ হাজার ৫০০ টাকা পাঠান। আর তাতেই ভাগ্য খুলে যায় রীমার। বাংলাদেশ কৃষি ব্যাংক আয়োজিত রেমিট্যান্স উৎসব-২০২৫ লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ জিতেছেন রীমা।
মঙ্গলবার (২৫ মার্চ) শার্শা উপজেলার গোড়পাড়া বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক লক্ষণপুর বাজার শাখা আয়োজিত অনুষ্ঠানে রীমা খাতুনের হাতে ওয়ালটন ফ্রিজ হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের জিএম আবু হাশেম মিয়া।
রীমা খাতুন বলেন, ‘আমি কখনো কল্পনা করতে পারিনি যে, স্বামীর রেমিট্যান্সের কারণে এমন একটি উপহার পাবো। প্রথম যখন শুনেছি তখন বিশ্বাস করতে পারিনি। আমি ও আমার পরিবার অনেক খুশি এ পুরস্কার পেয়ে। ধন্যবাদ কৃষি ব্যাংককে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেবি যশোর মুখ্য অঞ্চলের সিআরএম এনায়েত করিম এবং এজিএম এস এম শামীম রেজা।
যশোর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের এসপিও মুহাম্মদ বনী আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষণপুর বাজার শাখার ম্যানেজার পলাশ কুমার ঘোষ। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মিলন রহমান/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ