মেহেরপুরে বাসের ধাক্কায় একজন নিহত
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ফার্মের সামনে বাসের ধাক্কায় জানের আলী (৫৬) নামে এক বাগান পাহারাদার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আনছার আলী নামের আরও এক পাহারদার।
বৃহস্পতিবার ভোর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জানের আলি সদর উপজেলার আমঝুপি গ্রামের আজাহার আলীর ছেলে।
আহত আনছার আলী জানান, তিনি ও জানের আলী ‘সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা’ নামের একটি এনজিও প্রতিষ্ঠানের রাস্তার দু’পাশের আম বাগান পাহারা দিচ্ছিলেন। প্রতিদিনের মত তারা সড়কের পাশে একটি মাঁচার উপর শুয়ে ছিলেন।
ভোরের দিকে ঢাকা থেকে মেহেরপুর ফেরার পথে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের মাঁচাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জানের আলীর। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আতিকুর রহমান টিটু/এফএ/এবিএস