ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রহ্মপুত্র নদে ধরা পড়লো ৯৫ কেজির বাঘাইড়

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ৩০ মার্চ ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯৫ কেজি ওজনের একটি বাঘাইড়।

রোববার (৩০ মার্চ) দুপুরে চিলমারীর রমনা ঘাটে ১৫০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হয়। বিশালাকৃতির মাছটি ঘাটে পৌঁছলে একনজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।

এর আগে শনিবার (২৯ মার্চ) রাতে চিলমারীর ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে ধরা পড়ে মাছটি।

ব্রহ্মপুত্র নদে ধরা পড়লো ৯৫ কেজির বাঘাইড়

মাছের পাইকার ফুলমিয়া জানান, দুপুরে ৯৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি আছোরুদ্দিন নামের এক জেলের কাছ থেকে ১৩৫০ টাকা কেজি দরে কিনে নেন। পরে মাছটি কেটে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান মিঞা বলেন, চিলমারীতে মাঝে মধ্যে বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরার খবর আসে। এতে বোঝা যায়, এ জেলার নদ-নদী এখনো মৎস্য সম্পদে সমৃদ্ধ।

এসআর/এমএস