ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের দ্বিতীয় দিন

ফাঁকা রাস্তায়ও ট্রাক-পিকআপভ্যানে বাড়ি যাচ্ছেন মানুষ

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০১ এপ্রিল ২০২৫

ঈদের পরদিনও রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু দিয়ে মঙ্গলবারও (১ এপ্রিল) অনেকে বাড়ি যাচ্ছেন। গণপরিবহন কম থাকায় অনেককে খোলা ট্রাক, পিকআপভ্যান ও বাসের ছাদে যেতে দেখা গেছে।

যাত্রীদের সঙ্গে কথা হলে তারা বলেন, বিভিন্ন কারণে ঈদের দিন বাড়ি যেতে পারিনি। তাই আজ বাড়ি যাচ্ছি। কিন্তু রাস্তায় গণপরিবহন সংখ্যা খুবই কম। তাই ট্রাকে করে যাচ্ছি। এতে ভাড়া বেশি নিচ্ছে।

গণপরিবহন কম, ট্রাক-পিকআপভ্যানে বাড়ি যাচ্ছেন মানুষ

সরেজমিনে দেখা যায়, মহাসড়কে যানবাহন খুবই কম। ট্রাক ও পিকআপভ্যানের পাশাপাশি বাসের ছাদে করেও মানুষ বাড়ি যাচ্ছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঈদের দিন যমুনা সেতু দিয়ে ১৬ হাজার ৫১টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৬৮ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।

গণপরিবহন কম, ট্রাক-পিকআপভ্যানে বাড়ি যাচ্ছেন মানুষ

সেতু কর্তৃপক্ষ জানায়, উত্তরবঙ্গগামী ৯ হাজার ১৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪০ লাখ ৩ হাজার ১৫০ টাকা। ঢাকাগামী ৬ হাজার ৮৬৮ যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২৮ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার এসআই তাহেরুল ইসলাম বলেন, মঙ্গলবারও অনেকে বাড়িতে যাচ্ছেন। রাস্তায় গণপরিবহনের সংখ্যা খুবই কম থাকায় ট্রাকে করে অনেকে বাড়ি যাচ্ছেন।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এএসএম