ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পর্যটকে মুখর খাগড়াছড়ি

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৪ এপ্রিল ২০২৫

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো এখন লোকে লোকারণ্য। ঈদের দিন থেকেই প্রতিটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদের তৃতীয় ও চতুর্থ দিনেও খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্না ও জেলা পরিষদ হর্টিকালচার পার্ক পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠে। এবারের ঈদে স্থানীয় পর্যটকের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে খাগড়াছড়িতে ছুটে যান হাজারো পর্যটক।

সাজেকের প্রবেশদ্বার পাহাড়ি জেলা খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা ও জেলা পরিষদ হর্টিকালচার পার্ক পর্যটকদের আকর্ষণের শীর্ষে রয়েছে। এছাড়া আলুটিলার ভিন্নধর্মী লাভ ব্রিজ, অ্যাম্পিথিয়েটার আর রহস্যময় গুহায় পর্যটকদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।

পর্যটকে মুখর খাগড়াছড়ি

অন্যদিকে জেলা পরিষদ পার্কের ঝুলন্ত সেতুতে উঠতেই বেশি পছন্দ শিশু-কিশোরদের। পাহাড়ের ওপর থেকে আছড়ে পড়া স্বচ্ছ পানির রিছাং ঝর্না ঘিরেও পর্যটকদের আগ্রহের কমতি ছিল না। এছাড়া পানছড়ির মায়াবিনী লেক, গুইমারার সরোবর ও মাটিরাঙ্গার জলপাহাড়ে ছিল স্থানীয় পর্যটকদের ভিড়।

চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে খাগড়াছড়ি ঘুরতে যাওয়া হারুন অর রশীদ বলেন, লম্বা ছুটি আর শহরের একঘেয়ে পরিবেশ থেকে মুক্ত বাতাস পেতে ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে এসেছি।

তিনি বলেন, হর্টিকালচার পার্ক, আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, রিছাং ঝর্ণা ঘুরেছি। পাহাড়ের নির্মল পরিবেশ পেয়ে ভালো লাগছে।

নোয়াখালীর শিক্ষার্থী ইমরুল হাসান বলেন, পাহাড়ের সবুজ প্রকৃতি আমাকে সবসময় টানে বলেই সময়-সুযোগ পেলে ছুটে আসি। আর এবারের ঈদের লম্বা ছুটিতে বন্ধুদের সঙ্গে খাগড়াছড়ি ছুটে এসেছি।

পর্যটকে মুখর খাগড়াছড়ি

খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, এবার লম্বা ছুটি থাকায় খাগড়াছড়িতে পর্যটকের সংখ্যা বেড়েছে। ঈদ শেষ হলেও নববর্ষ ও বৈসাবী পর্যন্ত পর্যটকদের ভিড় থাকবে।

এদিকে খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কের তত্ত্বাবধায়ক থোয়াই অংগ মারমা বলেন, ঈদে পার্কে পর্যটকের ভালো সমাগম রয়েছে। সামনের দিনগুলোতে উপস্থিতি আরও বাড়তে পারে।

পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে খাগড়াছড়ি টুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক কমল বলেন, বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তায় আমাদের টহল রয়েছে। সাদা পোশাকেও নজরদারি রয়েছে।

এমআরভি/জেডএইচ/জিকেএস