ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পার্বতীপুরে কন্যা সন্তানকে হত্যার পর অন্তঃসত্ত্বা মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৮ মে ২০১৬

দিনাজপুরের পার্বতীপুরে কন্যা সন্তানকে হত্যা করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক অন্তঃসত্ত্বা মা।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে পার্বতীপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবড়া ইউনিয়নের পূর্ব ঢাকুলা কাপাশিকোপা গ্রামে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মোতালেব ডাক্তারের ছেলে মাহমুদুল হক লিখন দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছেন। প্রতি সপ্তাহে তার কিডনি ডায়ালাইসিস করতে হয়। দারিদ্রতার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তার স্ত্রী লায়লা বানু (২৪)। শনিবার লিখনের মা আমেনা বেগম সন্তানের রোগমুক্তির জন্য দোয়া নিতে রংপুরের শ্যামপুরে এক পীরের কাছে যায়। এ সুযোগে হতাশাগ্রস্ত স্ত্রী লায়লা বানু সবার অজান্তে তার একমাত্র শিশু কন্যা মোনালিসাকে (৪) ঘরে আড় (বর্গায়) ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। পরে একই দড়িতে সে নিজেও আত্মহত্যা করে। লায়লা ৮ মাসের অন্তসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ওসি মাহমুদুল আলম বলেন, শনিবার রাত সাড়ে ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এমএএস/এনএফ