ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি নেতার কব্জি বিচ্ছিন্ন করে দিলো দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২২ এপ্রিল ২০২৫

নড়াইলের লোহাগড়ায় ফকির মিরাজুল ইসলাম (৬০) নামের এক বিএনপি নেতার ওপর হামলা চালিয়ে কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

কব্জি হারানো ফকির মিরাজুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। অপর আহত দুজন হলেন তার ভাই ইমরান ফকির এবং ওই গ্রামের বাবুল শরিফ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সারুলিয়া গ্রামে নিজ বাড়িতে বসে ছিলেন মিরাজুল ইসলাম ,তার ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরিফ। এসময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের কোপে মিরাজুল ইসলামের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া সঙ্গে থাকা ইমরান ফকির ও বাবুল শরিফকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠিয়ে দেন চিকিৎসক।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজুল নিলু/এসআর/এএসএম