কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ
দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘনকুয়াশার কারণে ফেরিতে যানবাহন পারাপার বন্ধ হয়ে গেছে।
মাত্রারিক্ত কুয়াশার কারণে ফেরি মাস্টাররা নৌপথের দিক ঠিক করতে ব্যর্থ হওয়ার আশঙ্কায় রোববার রাত ১০টা থেকে পারাপার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দৌলতদিয়া ঘাট সূত্র যানবাহন পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছে। সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়া শুরু করে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচলের দিক নির্দেশক মার্কিং পয়েন্ট ও সিগন্যাল বাতি দেখা যাচ্ছিল না।
একারণে ফেরিগুলো ডুবোচরে আটকা পড়া ও দিক হারিয়ে ফেলার আশঙ্কায় পারাপার বন্ধ করে যেখানে ফেরি রয়েছে, সেখানে নোঙর করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে যানবাহন পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে দেশের বিভিন্নস্থান থেকে আসা যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ঘাট সূত্র জানিয়েছে, কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ