ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাগরপুরে জাল টাকাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৯ মে ২০১৬

টাঙ্গাইলের নাগরপুরে জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার সেকেন্ড অফিসার এসআই সজল খান তার সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার গভীর রাতে উপজেলার ধুবড়িয়া তেরাস্তার তালহা হোমিও হলের সামনে থেকে জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পার ধল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে শাকিল মিয়া (২৫) ও একই গ্রামের মো. ছালাম মিয়ার ছেলে মো. মঞ্জু মিয়া (৩০)। তাদের ক্যাপের ভিতরে লুকিয়ে রাখা একই সিরিয়াল নম্বরের ৯টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুবড়িয়া তেরাস্তা থেকে একই সিরিয়াল নম্বরের (ক ঙ ৮৮২৪২২৮) ৯টি এক হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর