টাঙ্গাইলে ছেলে হত্যার বাদী বাবাকে হত্যা
টাঙ্গাইলের দেলদুয়ারে ছেলে হত্যার বাদী বাবা আশরাফ আলীকে (৪৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আশরাফ আলী উপজেলার গজিয়াবাড়ী গ্রামের মৃত রমজান আলীর ছেলে। গত এক বছর আগে মসজিদের জায়গা নির্ধারণ নিয়ে তিন গ্রামের সংঘর্ষে আশরাফ আলীর ছেলে মোশারফ হোসেন প্রতিপক্ষের আঘাতে নিহত হয়। ছেলে নিহতের ঘটনায় বাবা আশরাফ আলী বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আশরাফ আলী প্রতিদিনের মতো রাতে বেড়াতে বের হয়। গভার রাত হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফিরে আসে।
সোমবার সকালে গজিয়াবাড়ীর পার্শ্ববর্তী গ্রাম বিন্দুরীয়ায় একটি পরিত্যক্ত জমিতে আশরাফ আলীর জবাই করা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা ধারণা করছেন, এক বছর আগে মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ ও বিরোধের জের ধরে আশরাফ আলীকে দুর্বৃত্তরা হত্যা করতে পারে।
এ ব্যাপারে দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় মসজিদের জায়গা নিয়ে বিরোধ রয়েছে। তার ছেলে হত্যায় থানায় একটি মামলার বাদীও ছিল আশরাফ আলী। বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ২ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৩ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৪ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান
- ৫ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান