ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মঠবাড়িয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রকাশিত: ০৩:২৬ পিএম, ৩১ মে ২০১৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বজ্রপাতে খায়রুল ইসলাম (১৪) ও সুমি বেগম নামে এক দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, খায়রুল ইসলাম বেতমোর গ্রামে মনির হোসেনের ছেলে ও সুমি বেগম তুষখালি ইউনিয়নের ছোট মাছুয়া এলাকার গৃহবধূ।

এদিকে, দুপুরে খায়রুল ইসলাম বাড়ির সামনের মাঠে মাছ ধরছিল। দুপুর পৌনে ১টার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় খায়রুল।

বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দেলোয়র হোসেন আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, দুপুরে বজ্রপাতে তুষখালি ইউনিয়নের ছোট মাছুয়া এলাকার গৃহবধূর মৃত্যু হয়েছে।

হাসান মামুন/এআরএ/এবিএস/এবিএস