ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গজারিয়া ইউপি নির্বাচন স্থগিত

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ৩১ মে ২০১৬

নদী ভাঙনের কারণে সৃষ্ট সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে মামলা থাকায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত একটি নির্দেশনা মঙ্গলবার দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসে এসে পৌঁছে।

ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টে দায়ের করা একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ওই ইউনিয়নের নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন। আর এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সচিবালয় গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে দিয়েছেন।

এ সংক্রান্ত আদেশের কপি পাওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে বিষয়টি অবহতি করা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

অমিত দাশ/এআরএ/এমএস