ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৮ মে ২০২৫

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যায় আসাদ ওরফে বাচ্চু (৪৩) নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৮ মে) দুপুর দেড়টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন।

আসাদ ওরফে বাচ্চু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কানাই মাতুব্বর গ্রামের মো. ছাত্তার শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসাদ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ অক্টোবর রাতের কোনো এক সময় যৌতুকের জন্য নিজ স্ত্রীকে নির্যাতন করে হত্যা করেন আসাদ। এরপর মরদেহ ফেলে পালিয়ে যান তিনি। পরে ২৮ অক্টোবর ফরিদপুরের কোতোয়ালী থানায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে মামলা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম