ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচনের ৪ বছর পর মেয়র ঘোষণার দাবিতে বিএনপি প্রার্থীর মামলা

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৮:১০ পিএম, ০২ জুন ২০২৫

নির্বাচনের চার বছর পর মেয়র ঘোষণার দাবিতে মামলা করেছেন গৌরনদী পৌরসভার বিএনপির প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান।

সোমবার (২ জুন) দুপুরে বরিশাল প্রথম যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলাটি করেন তিনি। আদালতের বিচারক ইউনুস খান মামলাটি পরবর্তীতে শুনানির জন্য রেখে দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, মামলার বাদী শরীফ ২০২১ সালের ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের নির্বাচনে গৌরনদী পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থী ছিলেন। তার ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হারিছুর রহমান। হারিছের ক্যাডার বাহিনীর মাধ্যমে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও কারচুপি করা হয়। এভাবে বিএনপি প্রার্থীর বিজয় ছিনিয়ে নেন হারিছ।

মামলার বাদী ও বিএনপি নেতা শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ‌‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে স্থানীয় নেতা হারিছুর রহমান ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। তাই মামলা করতে পারিনি। আজ মামলা করেছি। আশা করছি আদালতের রায়ে আমি ন্যায়বিচার পাবো।’

প্রসঙ্গত, নির্বাচনের দিন কেন্দ্রে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী শরীফ।

শাওন খান/এসআর/এএসএম