ফরিদপুর
ট্রাকভর্তি ৩৭ ব্যারেল সয়াবিন তেলসহ দুই ডাকাত গ্রেফতার
ফরিদপুরের ভাঙ্গায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি হওয়া একটি ট্রাক ও ৩৭ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করা হয়।
সোমবার (২ জুন) দিনগত রাতে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে ডাকাত সর্দার জুয়েল হোসেন ও একই জেলার সোনারগাঁ থানা এলাকার সাব্বির আহমেদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জুয়েল হোসেন পটুয়াখালীর গলাচিপা থানার আলাদিন বাজার এলাকার জাকির হোসেনের (৩০) ও সাব্বির আহমেদ (৩২) নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকার সাহাদাৎ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ভাঙ্গা থানা এলাকার মহাসড়কে একদল ডাকাত তেলভর্তি একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত সর্দার শাহাদাত হোসেন ও তার সহযোগী সাব্বির আহমেদকে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তেলসহ ট্রাক উদ্ধার করা হয়। এসময় ৩৭ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে হয়েছে।
এন কে বি নয়ন/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈশ্বরদীতে ২০ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা
- ২ বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না: ডা. তাহের
- ৩ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন শেখ মুজিবুর রহমান
- ৪ মঞ্জুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের লিয়াকত
- ৫ কুড়িগ্রামের ৪ আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন, আসন ভাগাভাগি নিয়ে ধোঁয়াশা