ঈদ জামাতের জন্য প্রস্তুত গোর-এ শহীদ ময়দান
ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দান। বুধবার (৪ জুন) দুপুরে ঈদগাহের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ মুসুল্লিরা যাতে সুষ্ঠু ও নিরাপদে আদায় করতে পারেন সে জন্য সব ধরনের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি মো. রিয়াজ উদ্দিন আহম্মদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে আগামী শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মো. মাহফুজুর রহমান ।
স্থানীয়রা জানান, গোর-এ শহীদ বড় ময়দানের আয়তন ২১ দশমিক ৯৯ একর। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে বড় কোনো মিম্বর ছিল না। ২০১৫ সালে মিনার নির্মাণের পরিকল্পনা ও অর্থায়ন করে জেলা পরিষদ। ২০১৭ সালে সম্পন্ন হয় নির্মাণকাজ। ৫২ গম্বুজের মিনার তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। গম্বুজগুলোর দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট করে। ঈদগাহ মাঠের মিনারের প্রথম গম্বুজ অর্থাৎ মেহরাবের (যেখানে ইমাম দাঁড়াবেন) উচ্চতা ৪৭ ফিট। এছাড়া ৫১৬ ফিট লম্বা ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। পুরো মিনার সিরামিক্স দিয়ে নির্মাণ করা হয়েছে। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং। রাত হলে ঈদগাহ মিনার আলোকিত হয়ে ওঠে। ২০১৭ সাল থেকে এখানে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা।
এখানে মুসল্লিদের জন্য ৩০০টি ওজুখানা ও ৪০টি টয়লেট স্থাপন করা হয়েছে। এছাড়া পাঁচ জায়গায় খাবার পানি সরবরাহ করা হবে। ঈদগাহের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পুলিশ, বিজিবি ও র্যাব-এর সমন্বয়ে ঈদগাহ মাঠে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থাপন করা হয়েছে ৫০টি সিসি ক্যামেরা।
এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ